ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে

লায়ন জান্নাতুল ফেরদৌসিকে জন্মদিনেনের বিশেষ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৫:৫৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৬০ বার


লায়ন জান্নাতুল ফেরদৌসিকে জন্মদিনেনের  বিশেষ শুভেচ্ছা

গতকাল রাজধানীর আরামবাগে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত সদস্য লায়ন জান্নাতুল ফেরদৌসের শুভ জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং ক্লাব সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম।

জন্মদিন উপলক্ষে ক্লাব প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন,
“জন্মদিনের এই শুভ ক্ষণে শুভ হোক আপনার প্রতিটি মূহুর্ত। আর লায়ন্স ক্লাবের মাধ্যমে মানবসেবায় অটুট থাকুন—এই দোয়া করি।”
তিনি আরও বলেন, “আমাদের ক্লাবের সকল সক্রিয় সদস্যদের জন্মদিন কিংবা যেকোনো বিশেষ ইভেন্টে ক্লাবের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করবো।”

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সমাজসেবা, সাংস্কৃতিক অঙ্গন এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং স্কাউট গাইড ফেলোশিপের সক্রিয় সদস্য।

এছাড়া তিনি খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব ও BSTQM–এর আজীবন সদস্য, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


   আরও সংবাদ