ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫ ২০:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে

আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান, বসবেন মেডিকেল বোর্ডের সঙ্গে

আমরা প্রস্তুত, চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায়: ডা. জাহিদ

তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু

আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান, বসবেন মেডিকেল বোর্ডের সঙ্গে

 

সারাদেশ

 

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কায়কোবাদ

 ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৬ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪৭

 

 

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কায়কোবাদ

বক্তব্য দিচ্ছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

 

কুমিল্লা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা–৪ আসনে দলীয় মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করি, তিনি সহিহ-সালামতে বাংলাদেশে পৌঁছাবেন। আল্লাহর কাছে সেই চাওয়া।

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কায়কোবাদ বলেন, ওনার (খালেদা জিয়া) স্বামীকে হত্যা করা হয়েছে, সন্তানকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে। তিনি কোনো আপস করেননি। আল্লাহ তাকে মুক্ত করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তার জন্য সারা মুরাদনগরে পাঁচশর অধিক কোরআন খতম হয়েছে। ওনার আল্লাহর রহমতে বেঁচে থাকার দরকার। তার বিকল্প নেই।

 

জামায়াতের প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোরআনের শাসন কায়েম করার আগে সেটি নিজেদের মধ্যে প্রয়োগ করতে হয়। তিনি পাঁচ বছর ভাইস চেয়ারম্যান ছিলেন, কিন্তু মুরাদনগরবাসীর জন্য কিছুই করেননি। একটি টিউবওয়েল, স্কুল বা মাদরাসাও করেননি। ওনার বিষয়ে আপনারাই সিদ্ধান্ত নেবেন।

 

তিনি আরও বলেন, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কোনো সিগনেচার দিতে হয়নি, আদালতে যেতে হয়নি—আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন।

 

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।


   আরও সংবাদ