ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উপি চেয়ারম্যান আলাল সরদার দুর্নীতি-অনিয়মের অভিযোগে বরখাস্ত

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


উপি চেয়ারম্যান আলাল সরদার দুর্নীতি-অনিয়মের অভিযোগে বরখাস্ত

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন আলাল সরদারকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই আদেশে ইউনিয়নের প্রথম প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম। তিনি জানান, সম্প্রতি বরখাস্তের চিঠি তাদের দপ্তরে পৌঁছায় এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এর আগে গত ১৮ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে আলাল সরদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত ২৪ জুন দুর্নীতি ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

 

দুর্নীতির অভিযোগসূত্রে জানা যায়, আলাল সরদারের বিরুদ্ধে টিআর, কাবিখা, জিআর, কাবিটা, পরিষদের রাজস্ব খাত, ইজারা, ইউপি ট্যাক্স, জন্ম–মৃত্যু নিবন্ধন ফি এবং উন্নয়ন খাতের অর্থ তছরুপের অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে পরিষদের সদস্যরা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও দেন।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলাল সরদারের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতা, বৈষম্যমূলক আচরণ, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতন-হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে। তিনি একাধিক অস্ত্র ও হত্যা মামলার আসামি বলেও জানা যায়। অভিযোগ রয়েছে, চরমপন্থিদের সহায়তায় এলাকায় আধিপত্য বিস্তার এবং তাঁর মদদে একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ৫ আগস্টের পর স্থানীয় এক বিএনপি নেতার আশ্রয়–প্রশ্রয়ে তিনি নিজের প্রভাব বজায় রাখার চেষ্টা করেন বলে ভুক্তভোগী নেতাকর্মীরা অভিযোগ করেন।

 

আলাল সরদার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।

 


   আরও সংবাদ