ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বর্জ্য ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির উপর আলোচনা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার


বর্জ্য ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির উপর আলোচনা

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে ওয়াটারএইট বাংলাদেশ সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় গৃহস্থালী ও বাজারের বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএসডিও) অর্গানাইজেশনের আয়োজনে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলার তিন বণিক সমিতির সদস্যদের নিয়ে সভাটি করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি কোরবান আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপতি হানজালা, সাধারণ সম্পাদক নুরুন্নবী আলম, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, টিএন্ডটি বাজার বণিক সমিতির সভাপতি ছানাউল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফুল ইসলাম, ইএসডিও (CML) প্রতিনিধি রেদওয়ানুর রহমান, (WO&Mo) মোহাম্মদ মোশাররফ হোসেন, শাপলা বানু, শাহনাজ পারভীন প্রমুখ।

 


   আরও সংবাদ