ঢাকা, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাঁচবিবিতে মিলাদ ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাঁচবিবিতে মিলাদ ও দোয়া মাহফিল

হারুনুর রশিদ জেলা প্রতিনিধি জয়পুরহাট 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নবাসীর উদ্যোগে বিএনপির সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে কোতোয়ালীবাগ জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও গণতন্ত্রের মানসকন্যা খ্যাত খালেদা জিয়া গত মাসের ২৩ তারিখ থেকে রাজধানীর ইভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর সুস্থতা কামনায় ধরঞ্জি ইউনিয়নের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দোয়া ও মিলাদে অংশ নেন।

 

অনুষ্ঠানে মাওলানা মোঃ আজিজুর রহমান দোয়া পরিচালনা করেন। এ সময় দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় অংশগ্রহণকারীরা বলেন, তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসতে পারেন ও দেশ পরিচালনার দায়িত্ব নিতে সক্ষম হন—এটাই সবার প্রার্থনা।


   আরও সংবাদ