ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ কে সামনে নিয়ে নির্বাচনে ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনের বিএনপির একমাত্র মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খানের বিশাল এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত।
৬ ডিসেম্বর (শনিবার) নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ধামইরহাট -পত্নীতলা উপজেলার নির্বাচনী এলাকাজুড়ে মোটরসাইকেল শোডাউন করেন নেতাকর্মীবৃন্দ। এ সময় মোটরসাইকেল শোডাউনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সাধারন ভোটার ও দুই উপজেলার সাধারন জনগনকে ছাদ খোলা কারে উঠে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
দিনের শুরুতে ধামইরহাট উপজেলার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়। পরে শোডাউনটি পত্নীতলার নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত হয়ে প্রিয় নেতাকে সঙ্গে নিয়ে প্রায় ১২থেকে ১৩ হাজারের অধিক মোটরসাইকেল এর বহরটি শিবপুর,মধইল হয়ে আগ্রাদ্বিগুন, ধামইরহাট, মঙ্গলবাড়ী ও ইসবপুর প্রদক্ষিণ করে আড়ানগর কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়। পথে পথে প্রিয় নেতাকে দেখার জন্য হাজার হাজার ছেলে মেয়ে মোড়ে অবস্থান নেয়।এসময় ধানের শীষের কান্ডারী জননেতা শামসুজ্জোহা খান হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান।
এ সময় প্রিয় নেতার সঙ্গে শোডাউনে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক হানজালা,ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান পত্নীতলা উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী, ধামইরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী মাজেদা,শাহিনা ও পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ও আবদুল্লাহ আল মাসুম, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেন সহ দুই উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও দলীয় হাজার হাজার সদস্য ও সমর্থকরা।