ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ পাঁচ কলেজের আন্দোলনরত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন। ফলে ওই মোড় দিয়ে যান চলাচল এখন স্বাভাবিক।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তারা মোড়ে অবস্থান নিয়ে স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। প্রায় ৩০ মিনিট কর্মসূচি পালনের পর তারা মোড় থেকে সরে যান।
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং পদ্ধতির ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশ ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে উচ্চ-মাধ্যমিকের অস্তিত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছেন বলে জানা গেছে।
কর্মসূচিতে ঢাকা কলেজের শিক্ষার্থী ওয়ালিদ হাসান রাহিন জানান, দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে বৈঠকে যাচ্ছেন আন্দোলনরত পাঁচ কলেজের ১০ শিক্ষার্থী।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলতে ১০ সদস্যের প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।