স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৪:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
টানা তিন ম্যাচ বেঞ্চে। এবার ক্ষোভ আর চেপে রাখলেন না মোহামেদ সালাহ। লিভারপুলের অন্দরমহলের দ্বন্দ্ব প্রকাশ্যে এনে এই মিশরীয় ফরোয়ার্ড অভিযোগ তুলেছেন, তাকে ‘ইচ্ছাকৃতভাবে বিপদে ঠেলে দেওয়া হয়েছে’ এবং হেড কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক ‘সম্পূর্ণ ভেঙে গেছে’।
শনিবার লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র করে লিভারপুল। ম্যাচজুড়ে সালাহ ছিলেন অব্যবহৃত বদলি—টানা তৃতীয়বার। ম্যাচ শেষে সাংবাদিকদের কাছে বিস্ফোরকভাবে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে আমাকে যেন বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে। খুবই পরিষ্কার, কেউ একজন চাইছে সব দোষ আমার ওপর চাপাতে।’
সালাহ আরও বলেন, ‘আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে ক্লাবের কেউ একজন চায় না আমি এখানে থাকি।’
হেড কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক নিয়ে তার মন্তব্য ছিল আরও কঠোর, ‘আগে বহুবার বলেছি আমাদের সম্পর্ক ভালো ছিল। কিন্তু এখন সম্পর্ক বলতে কিছুই নেই।’
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘এই পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। আমাকে অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। আমি মনে করি না সমস্যাটা আমি। এই ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি।’
জায়গার জন্য প্রতিদিন লড়াই করার প্রসঙ্গে সালাহর সোজাসাপ্টা উত্তর, ‘নিজের জায়গাটা আমি পারফরম্যান্স দিয়েই তৈরি করেছি। কারও চেয়ে বড় না, কিন্তু জায়গা পাওয়ার যোগ্যতা অর্জন করেছি। ফুটবলে এটাই বাস্তবতা।’
তবু ক্লাবের প্রতি ভালোবাসা অটুট, তা স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি সবসময় এই ক্লাবকে সমর্থন করব। আমার সন্তানরাও করবে। আমি এই ক্লাবকে ভালোবাসি এবং আজীবন ভালোবাসব।’
গত এপ্রিলে লিভারপুলের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছিলেন সালাহ। কিন্তু সাম্প্রতিক টানাপোড়েনের পর তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ১৫ ডিসেম্বর তিনি জাতীয় দলে যোগ দেবেন আফ্রিকা কাপ অফ নেশনসের জন্য। কিন্তু এরপর অ্যানফিল্ডে তার পরবর্তী অধ্যায় কী হবে, সে প্রশ্ন এখনই তীব্র হয়ে উঠেছে।