ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


ঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রি

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় টানা চারদিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে। উত্তর-পশ্চিম দিকের হিমেল বাতাসে সন্ধ্যা নামলেই শীতের তীব্রতা বেড়ে যায়। ভোর পর্যন্ত চলা ঠান্ডা বাতাসে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ভোরে কুয়াশা তুলনামূলকভাবে কম থাকলেও কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকা ছিল ঘন কুয়াশায় আচ্ছন্ন। দিনের বেলা তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রির ঘরে থাকায় দুপুরে উষ্ণতার অনুভূতি মিললেও সন্ধ্যার পরই নেমে আসে প্রচণ্ড শীত।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনেই তেঁতুলিয়ায় প্রায় একই তাপমাত্রা রেকর্ড হয়েছে। গত শনিবার (৬ ডিসেম্বর) ১০ দশমিক ৫ ডিগ্রি, রোববার (৭ ডিসেম্বর) ১০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার (৮ ডিসেম্বর) ১০ দশমিক ৪ ডিগ্রি এবং মঙ্গলবার (৯ ডিসেম্বর) ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, গেল চারদিন ধরে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে। ধীরে ধীরে শীত আরও বাড়বে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তেঁতুলিয়ায় শীত চরমে পৌঁছাতে পারে।


   আরও সংবাদ