স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫ ১৩:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার
সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিরেক্টর জেনারেল এসকে রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সৌজন্য সাক্ষাৎকালে সাংস্কৃতিক অঙ্গনের সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রমের প্রসার এবং সমাজকল্যাণমূলক নানা উদ্যোগ নিয়ে উভয়ের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালককে একটি ম্যাগাজিন প্রদান করেন।
উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং জাতীয় উন্নয়নধর্মী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আজীবন সদস্য, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সন্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি ও স্কাউট গাইড ফেলোশিপের সক্রিয় সদস্য। এছাড়া তিনি BSTQM (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।