ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্প “RESURGE 2025” বিশেষ প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫ ০০:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫২ বার


লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইউথ ক্যাম্প “RESURGE 2025” বিশেষ প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার:
লায়ন্স জেলায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছরের বহুল প্রতীক্ষিত Lions International Leo Youth Camp “RESURGE 2025”–এর প্রস্তুতি। আগামী ২৫ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণের জন্য লায়ন ও লিও সদস্যদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

প্রতি বছরের মতো এবারও এই ক্যাম্পকে ঘিরে সকলের মাঝে রয়েছে বিশেষ উত্তেজনা ও উদ্দীপনা। লায়ন–লিওদের মধ্যে আন্তরিকতার সেতুবন্ধন তৈরি এবং নেতৃত্ব বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এ ক্যাম্প জেলার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানকে সফল করতে আজ মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে লায়ন জেলা অফিসে অনুষ্ঠিত হয় এক বিশেষ প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন জেলার কর্ণধার, এবছরের প্রাণপ্রিয় লায়ন নেতা জেলা গভর্নর, যিনি ক্যাম্প সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও মোঃ শাওন আলামিন জেলা গভর্নরের হাতে ক্যাম্পের আমন্ত্রণপত্র তুলে দেন এবং সকল সম্মানিত লায়ন সদস্যদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন।

প্রিয় লায়ন লিডারবৃন্দ, এই মহতী আয়োজনে সকলে উপস্থিত থেকে অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করবেন—এমনটাই প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা।

ধন্যবাদান্তে,
মোহাম্মদ শহীদুল ইসলাম
জেলা কেবিনেট সেক্রেটারি
চেয়ারম্যান, প্রাক্তন লিও জেলা সভাপতি

//সংবাদ বিজ্ঞপ্তি


   আরও সংবাদ