স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫ ১৫:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩২ বার
বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জেনারেল আব্দুস সবুর খান শান্তর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও উপদেষ্টা লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
আজ বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দুই পক্ষ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ সহযোগিতা বিষয়ে মতবিনিময় করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জেনারেল আব্দুস সবুর খান শান্তকে একটি বিশেষ ম্যাগাজিন উপহার দেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সমাজসেবা, সাংস্কৃতিক অঙ্গন ও জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং স্কাউট গাইড ফেলোশিপের সক্রিয় সদস্য হিসেবে সুপরিচিত। এছাড়া তিনি খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব ও BSTQM–এর আজীবন সদস্য এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য।
পাশাপাশি তিনি বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই বহুমুখী কর্মকাণ্ড সমাজ ও দেশের কল্যাণে এক অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছে।