ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৪ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৪ বার


বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ৩ দিনের রিমান্ডে

বগুড়া: বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্র আবু রুহানী হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

 

 

কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, ২০১৩ সালের ৩১ জানুয়ারি বগুড়া শহরের ফুলবাড়ি ভাণ্ডারি স্কুলের সামনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজছাত্র আবু রুহানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া ডিবি পুলিশের এসআই জিয়াউর রহমান জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।  

এর আগে গত ৬ অক্টোবর রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে সজীব সাহাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরেরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সজীব সাহার বিরুদ্ধে হত্যাসহ ভাঙচুর, নাশকতাসহ বিস্ফোরক ধারায় বেশ কয়েকটি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে সজীব সাহা বগুড়া থেকে পলাতক ছিলেন।


   আরও সংবাদ