ঢাকা, শনিবার, ১৪ জুন ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঋণ নিয়ে, টাকা ছাপিয়ে বাজেট করব না: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ মে, ২০২৫ ১৫:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৩ বার


ঋণ নিয়ে, টাকা ছাপিয়ে বাজেট করব না: অর্থ উপদেষ্টা

ঢাকা: বড় ঘাটতি নিয়ে, ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে কিংবা টাকা ছাপিয়ে সরকার বাজেট দেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

উপদেষ্টা বলেন, আমরা মোটামুটিভাবে বাজেটটাকে বাস্তবায়ন করব। বিরাট একটা গ্যাপ (ঘাটতি) নিয়ে বাজেট করব না। বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে ধার করে ডেফিসিট (ঘাটতি) দিয়ে এসব করব না।  

তিনি বলেন, ব্যাংক থেকে বড় ঋণ নিয়ে, টাকা ছাপিয়ে আমরা এসব করব না। কিছুটা তো ডেফিসিট থাকবে। সেটা আমরা আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে বসে প্রজেক্টের বিষয়ে নেগোশিয়েট করব।  

গতবারের চেয়ে বাজেট ছোট হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, তা সময় হলেই জানতে পারবেন।  

ক্রয় কমিটির বৈঠক নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমাদের তেলের একটু ঘাটতি আছে৷ আমরা রাইস ব্রান অয়েল আনার বিষয়ে কথা বলেছি। বেশির ভাগ প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ের, ছয়টি প্রজেক্ট। বাকিগুলো খাদ্য গুদাম নিয়ে। আর এলএনজি আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।  


   আরও সংবাদ