ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৪ জুন, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫১ বার


ইসরায়েলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের গণমাধ্যম হারেৎজ দেশটির জরুরি সংস্থাগুলোর তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, সাম্প্রতিক পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কেন্দ্রীয় কয়েকটি ভবনে আঘাত করেছে।

ইসরায়েলের চ্যানেল টুয়েলভ সংবাদমাধ্যম জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চলে বিভিন্ন আবাসিক এলাকায় বড় বড় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

গণমাধ্যমটি জানায়, একটি ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে পড়েছে।

 

এর আগে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আইরন ডোম’ সক্রিয় হয়ে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংসের চেষ্টা চালায়।

তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সক্ষম হয়, যার ফলে তেল আবিব এবং আশপাশের এলাকায় আংশিক ধ্বংসাত্মক ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে, নিরাপদ জায়গা ছেড়ে বের হওয়া শুধুমাত্র স্পষ্ট নির্দেশনা আসার পরই সম্ভব।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে, দক্ষিণের এলাত ও আরাভা এলাকায় সন্দেহজনক ড্রোন ধ্বংস করেছে।

শুক্রবার প্রথমে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পরে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এখন দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।


   আরও সংবাদ