ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসরায়েলে নারী নিহত, আহত ৬০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৪ জুন, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৫ বার


ইসরায়েলে নারী নিহত, আহত ৬০ ছাড়াল

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত এক নারীর প্রাণ গেছে। হামলায় সব মিলিয়ে আহত ৬০ ছাড়িয়েছে।

 

তেহরানের সাম্প্রতিক হামলায় আহতদের মধ্যে ওই নারী ছিলেন সংকটাপন্ন অবস্থায়। তার মৃত্যু নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইসরায়েলের।

সর্বশেষ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। তারা নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।  

একটি বিবৃতিতে জানানো হয়েছে, পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ, তাই সবাইকে আশ্রয়কেন্দ্রের আশপাশেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ হামলায় আহত সাতজনকে তেল আবিবের ইচিলোভ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

তাদের মধ্যে অধিকাংশের আঘাত হালকা ধরনের হলেও একজনের অবস্থা মাঝারি মাত্রার বলে জানানো হয়েছে।

এদিকে, তেল আবিব এলাকায় একটি মোবাইল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (চলন্ত আইসিইউ) ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডামের (এমডিএ) দুই কর্মী সামান্য আহত হয়েছেন।

তাদের শরীরে কাঁচের টুকরোর আঘাত লাগে। তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এমডিএ।


   আরও সংবাদ