ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানের দুটি বিমানঘাঁটিতে হামলার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৪ জুন, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৩ বার


ইরানের দুটি বিমানঘাঁটিতে হামলার দাবি ইসরায়েলের

ইরানের দুটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় একটি ঘাঁটি সম্পূর্ণ অকার্যকর করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

 

সামরিক সূত্রের বরাতে আইডিএফ জানিয়েছে, পশ্চিম ইরানে অবস্থিত হামাদান বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।  

এ ছাড়া দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেটিকে ‘অকার্যকর’ করে দেওয়া হয়েছে।  

তাবরিজ বিমানঘাঁটিটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হতো।  

আইডিএফ আরও জানায়, এই অভিযানে ইরানের ডজনখানেক ইউএভি (ড্রোন) এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী প্ল্যাটফর্মও ধ্বংস ও নিষ্ক্রিয় করা হয়েছে।

পরিস্থিতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি ইরান। এদিকে শনিবার মধ্যরাতের পর তেহরানের কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। একটি বিমানবন্দরেও বিস্ফোরণ ঘটেছে।

শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরে ইরান পাল্টা জবাব দেয়। ইরানের হামলায় তেল আবিবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় এক নারী আহত হয়ে পরে মারা যান। আহতদের সংখ্যা ৬০ ছাড়িয়েছে।


   আরও সংবাদ