ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দুয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৫৬ বার


দুয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক: হামাসের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল এবং গাজার মধ্যে দুয়েক দিনেরে মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে এখন পর্যন্ত সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঘ্জামিন নেতানিয়াহু গতকাল বুধবার বলেছেন, ইসরায়েলের নাগরিকদের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তিনি অভিযান অব্যাহত রাখবেন। আজ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা।

আন্তর্জাতিক বিভিন্ন ,গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, গাজায় ইসরায়েলি সহিংসতা নিয়ে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও খুব বেশি অগ্রগতি হয়নি। ইসরায়েলি হামলা শুরুর পর গত এক সপ্তাহে তিনবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে এখন পর্যন্ত হামলা বন্ধের আহ্বান জানিয়ে কোনো বিবৃতি নিরাপত্তা পরিষদ দিতে পারেনি।


   আরও সংবাদ