ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৩ মিনিটের ব্যবধানে জন্ম, ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭০৩ বার


৩ মিনিটের ব্যবধানে জন্ম, ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: করোনা আক্রান্ত হয়ে ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৪ বছরের দুই যমজ ভাই। ২৪ ঘণ্টার ব্যবধানে ওই হাসপাতালে প্রাণ হারালেন তাঁরা। করোনা পরবর্তী অসুস্থতায় এই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে এমন তথ্য জানা গেছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন ছিলেন দুই ভাই জোফ্রেড গ্রগারি ও রালফ্রেড গ্রগারি। মারণভাইরাসের কাছে হার মানলেন তিন মিনিটের ব্যবধানে জন্মানো এই দুই ভাই।

প্রায় একই সময় অসুস্থ হয়ে পড়ায়, দুই ভাইকে মীরাটের আনন্দ হালপাতালে ভর্তি করা হয়েছিল। গত ১০ মে তাঁদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে অসুস্থতা না কমায় হাসপাতাল থেকে তাঁদের ছাড়া হয়নি। ১৩ মে ওই হাসপাতালেই মৃত্যু হয় জোফ্রেডের। ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বাবা গ্রেগরি রেমন্ড ও মা সোজা রাফায়েল। তবে হাসপাতালে ভর্তি অপর ভাই রালফ্রেডকে তাঁর মৃত্যুর বিষয় জানাননি তাঁর বাবা-‌মা। পরদিন ১৪ তারিখ রালফ্রেডও ওই হাসপাতালেই মারা যান। 

মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২৩ এপ্রিল তিন মিনিটের ব্যবধানে জন্ম হয়েছিল দুই ভাইয়ের। দুই ভাইয়ের মধ্যে অনেক মিলও ছিল। দু’জনেই ৬ ফুট লম্বা। দু’‌জনেই একইসঙ্গে কোয়াম্বাত্তুরের কলেজ থেকে বি টেক পাস করেন।

দু‘‌জনের মধ্যে জোফ্রেড অ্যাকসেনচারে চাকরি পান। তিনি ওয়ার্ক ফ্রম হোম’‌এ কাজ করছিলেন। আর রালফ্রেড কর্মসূত্রে হায়দরাবাদে থাকতেন। তবে করোনার পরিস্থিতিতে সম্প্রতি তিনি বাড়ি ফিরে আসেন। তাঁদের বাবা-মা দু’জনেই পেশায় শিক্ষক। চলতি বছর ২৩ এপ্রিলে সদ্য ২৪-‌এ পা দেন দুই ভাই। পর দিন ২৪ এপ্রিলে করোনায় আক্রান্ত হন দু’‌জনে। প্রথম দিকে বাড়িতে চিকিৎসা চললেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস।


   আরও সংবাদ