ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭০৯ বার
আন্তর্জাতিক ডেস্ক: চীনে বৈরী আবহাওয়ার কারণে সেখানে অনুষ্ঠিত ক্রস কান্ট্রি পর্বত রেসে অংশ নেওয়া অন্তত ২১ জন মারা গেছেন। রবিবার দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
শনিবার গানসু প্রদেশের পর্যটন অঞ্চল হলুদ নদীর পাথর বনে ক্রস কান্ট্রি পর্বত রেস অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১০০ কিলোমিটারের (৬০ মাইল) এই রেসে অংশগ্রহণকারীদের আঘাত করে তীব্র বাতাস ও হিমশীতল বৃষ্টি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫১ জন রেসার সম্পূর্ণ নিরাপদে আছেন। আটজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ১৭২ জন অংশগ্রহণকারী নিখোঁজ হয়ে যান। এরপরই রেস বন্ধ করে দেওয়া হয়। রবিবার মরদেহগুলো উদ্ধার করেছে অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো। অভিযানে নেমেছেন ১ হাজার ২০০ এর বেশি উদ্ধারকারী।