ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৭৩ বার
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মেট্রোরেল দুর্ঘটনায় দুই শতাধিক যাত্রী আহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, কুয়ালালামপুরের পেট্রোনস টাওয়ারের কাছাকাছি জায়গার একটি সুড়ঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে। ওই সময় ট্রেনে ২১৩ জন যাত্রী ছিল।
পুলিশ বলছে, ট্রেনটির বেশিরভাগ অংশ ফাঁকা ছিল। যান্ত্রিক ত্রুটি ঠিক করার পর এটি যাত্রা শুরু করেছিল। তবে কোনো ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে এখনো জানা যায়নি।
পুলিশের দাবি, এখনো তদন্ত চলছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে। আহতদের মধ্যে বর্তমানে ৪৭ জনের অবস্থা গুরুতর। অন্য ১৬৬ জনের আঘাত হালকা মাত্রার।
সূত্র: বিবিসি