ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১৪ বার
অর্থনীতি ডেস্ক: হিলি স্থলবন্দরের বিভিন্ন মোকামে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২-৩ টাকা। আমদানি করা পেঁয়াজের মান খারাপ হওয়ায় ও চাহিদা কমায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দু’দিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৭ থেকে ৩০ টাকা দরে বিক্রি হলেও এখন তা কমে বিক্রি হচ্ছে ২৪-২৮ টাকা দরে। এদিকে দাম কমায় সাধারণ ক্রেতারা খুশি।
স্থলবন্দর ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর এই দুই জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ২৭ টাকা কেজি দরে। বর্তমানে তা কমে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নাসিক জাতের পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে।
স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম ও সাদ্দাম হোসেন বলেন, সম্প্রতি পেঁয়াজ আমদানি করে লোকসান হওয়ার কারণে আমদানিকারকরা আমদানি কমিয়ে দিয়েছেন। এর ফলে বন্দর দিয়ে আগের তুলনায় পেঁয়াজ কম আসায় দাম বাড়তির দিকে ছিল। কিন্তু গত দুই থেকে তিন দিন ধরে টানা বৃষ্টির কারণে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের মান খারাপ হয়ে যাচ্ছে। অনেক পেঁয়াজ গরম ও বৃষ্টিতে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও দেশেও গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে বিভিন্ন অঞ্চলের মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কমেছে। এ অবস্থায় কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।