ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৬৬ বার


কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক

নগর জীবন: রাজধানীর যাত্রাবাড়ী থেকে কিশোর গ্যাং অনিক-শাকিব গ্রুপের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটকরা হলো- মো. অনিক (১৯), মো. শাকিব (১৮), মো. সাব্বির হোসেন (১৯), মো. আমল ইসলাম ওরফে সাহিল (১৮) ও মো. রবিন (১৮)। তাদের কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন ও তিনটি বক্সিং পাঞ্চার জব্দ করা হয়।

সোমবার (২৮ জুন) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস এসব তথ্য নিশ্চিত করেন।

বীণা রাণী দাস বলেন, ‘র‍্যাব-৩ এর কাছে তথ্য ছিল যাত্রাবাড়ী এলাকায় কয়েকটি কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচা ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে রোববার (২৭ জুন) যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে অনিক-শাকিব কিশোর গ্যাং চক্রের পাঁচজনকে আটক করে র‍্যাব-৩ এর একটি দল।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতো। এছাড়াও তারা মোটরসাইকেল ব্যবহার করে রিক্সা, ভ্যান, সিএনজি ও বাস যাত্রীদের টার্গেট করে ব্যাগ ও পার্টস ছিনতাই করতো।

সড়কে দলবদ্ধভাবে দাঁড়িয়ে মাদক সেবন করে তারা উশৃঙ্খল হয়ে সাধারণ মানুষকে হয়রানি করতো। অর্থ উপার্জনের জন্য তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস।


   আরও সংবাদ