ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কাঁচপুরে ওপেক্স ও সিনহা গার্মেন্টেসে বকেয়া বেতনসহ সাত দফা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৯৪ বার


কাঁচপুরে ওপেক্স ও সিনহা গার্মেন্টেসে বকেয়া বেতনসহ সাত দফা

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। খবর পেয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে সোনারগাঁ থানা পুলিশ, শিল্প পুলিশ ও কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যানচলাচলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকরা জানান, প্রতি মাসের সাত তারিখের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার কথা। কিন্তু অনেক শ্রমিকের প্রায় তিন মাসের বেতন বকেয়া থেকে গেছে। এছাড়া শ্রমিকদের অবসর সার্ভিসের টাকা, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক ছুটির টাকা ও মৃত্যুজনিত এককালীন বীমার টাকা পরিশোধ করা হচ্ছে না। এসব বিষয় নিয়ে শ্রমিকরা মালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা বলতে গেলে তারা কারাখানা লে-অফ ঘোষণা করার ভয়ভীতি দেখাচ্ছেন।

শ্রমিকরা বলেন, ‘আজ বৃহস্পতিবার আমাদের দাবি পুরনের কথা ছিল। আমরা কারখানার প্রধান ফটকে গিয়ে দেখি নোটিশে লেখা রয়েছে এক মাসের বেতন ও একটি বেতন বোনাস ছাড়া কিছুই দেওয়া হবে না। তাই আমরা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছি। আমাদের দাবি পুরণ না হলে মহাসড়ক ছাড়ব না। পরিচালক তারেক রহমান কয়েকবার দাবি পূরণের আশ্বাস দিয়েও তালবাহানা শুরু করেছে।’

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে ওপেক্স সিনহা গার্মেন্টের পরিচালক তারেক রহমান বলেন, ‘শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের দাবি দাওয়া সম্পর্কে যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে।’


   আরও সংবাদ