ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

২৫ মণ ওজনের ষাঁড় ‘কালা পাহাড়’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৪৩ বার


২৫ মণ ওজনের ষাঁড় ‘কালা পাহাড়’

অর্থনীতি ডেস্ক: আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাবাসীর নজর কেড়েছে ২৫ মণ ওজনের ষাঁড় ‘কালা পাহাড়’।ষাঁড়টির মালিক উপজেলার কুশলা ইউনিয়নের দক্ষিণ মান্দ্রা গ্রামের খামারি হাবিবুর রহমান শেখ।

তিন বছর ধরে ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি লালন-পালন করছেন হাবিবুর রহমান। আসন্ন কোরবানি উপলক্ষে তিনি এটি বিক্রি করবেন। তবে এখন পর্যন্ত কোনো ক্রেতা ষাঁড়টির দাম হাঁকাননি বলে জানিয়েছেন এই খামারি। ষাঁড়টি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার লোকজন এসে ভিড় করছেন এই খামারির বড়িতে।

সাড়ে ৫ ফুট উচ্চতা ও ৮ ফুট লম্বার ‘কালা পাহাড়’র ওজন ২৫ মণ। দেখতে কালো বর্ণের হওয়ায় খামারি হাবিবুর রহমান এর নাম দিয়েছেন ‘কালা পাহাড়’। কাঁচাঘাস, খৈল, ভুষি, ভুট্টা, ডালের গুঁড়া, খড়, চিটাগুড় খাওয়াইয়ে প্রাকৃতিকভাবে ষাঁড়টি লালন-পালন করেছেন বলে জানিয়েছেন হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘সাড়ে তিন বছর ধরে ষাঁড়টি লালন-পালন করতে আমার প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। প্রতিদিন এর পেছনে ৮০০ টাকা খরচ হচ্ছে। সাত লাখ টাকা হলে ষাঁড়টি বিক্রি করে দেব।’

মান্দ্রা গ্রামের ইব্রাহিম শেখ বলেন, ‘আমার জীবনে আমি এতো বড় গরু দেখেনি। মনে হয় কোটালীপাড়ার মধ্যে এটিই সবচেয়ে বড় গরু।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার দাস বলেন, হাবিবুর রহমানের মতো অনেক খামারিই আমাদের কাজ থেকে পরামর্শ নিয়ে ষাঁড় পালন করেছেন। তারা যদি এ বছর গরুগুলো বিক্রি করে ভালো লাভ পান তাহলে সামনের দিনে আরও আগ্রহী হবেন।

 


   আরও সংবাদ