ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শতকোটি ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি লেনদেন ভিসা কার্ডে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৮১ বার


শতকোটি ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি লেনদেন ভিসা কার্ডে

চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সিভিত্তিক ভিসা কার্ড ব্যবহারকারীরা ১০০ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছেন। বিভিন্ন পণ্য ও সেবা গ্রহণের বিনিময়ে তারা এ পরিমাণ ডিজিটাল মুদ্রা ব্যয় করেছেন। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করে ভিসাকার্ড কর্তৃপক্ষ।

বৈশ্বিক লেনদেন প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, তারা আরো বেশি ক্রিপ্টোকারেন্সি কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। ভিসা কর্তৃপক্ষ জানায়, তারা আরো ৫০টি কোম্পানির সঙ্গে চুক্তি করবে যাতে গ্রাহকরা আরো নির্বিঘ্নভাবে তাদের পণ্য ও সেবা গ্রহণের বিপরীতে ডিজিটাল মুদ্রার মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারেন।

প্রতিষ্ঠানটি জানায়, এ চুক্তির ফলে ভিসা কার্ডের গ্রাহকরা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে বিশ্বব্যাপী সাত কোটি মার্চেন্টের কাছ থেকে পণ্য ও সেবার বিনিময়ে ভিসা কার্ড ব্যবহার করে মূূল্য পরিশোধ করতে পারবেন। এমনকি যেসব প্রতিষ্ঠান ডিজিটাল মুদ্রার মাধ্যমে মূল্য গ্রহণ করে না তাদের ক্ষেত্রে গ্রাহকরা ভিসা কার্ড ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিকে প্রচলিত মুদ্রায় পরিবর্তনের মাধ্যমে সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। ভিসা কার্ডের সেন্ট্রাল ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের উদ্ভাবন ও ডিজাইন বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট অক্ষয় চোপড়া জানান, ডিজিটাল মুদ্রা ব্যবস্থাকে গ্রহণ করার মাধ্যমে আমরা ক্রিপ্টো ইকোসিস্টেম ও বৈশ্বিক নেটওয়ার্কের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করতে চাচ্ছি।
 

এর মাধ্যমে আমরা সাত কোটি মার্চেন্ট ও ১০ হাজার অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ডিজিটাল মুদ্রা ব্যবস্থায় সংযুক্ত করতে সক্ষম হব।তিনি আরো জানান, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিভিত্তিক কোম্পানির মাধ্যমে আমরা ১০০ কোটি ডলারের বেশি লেনদেন করতে সক্ষম হয়েছি। যদিও এটি ভিসা কার্ড ব্যবহারের মাধ্যমে লেনদেনের অনেক কম অংশ। তবে এক বছর আগেও ক্রিপ্টোভিত্তিক লেনদেনের কোনো উপায় ছিল না, এ লেনদেনের মাধ্যমে বোঝা যায় ধীরে ধীরে ক্রিপ্টোভিত্তিক লেনদেন বাড়ছে।

ভিসা কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল মুদ্রার ব্যাপারে তারা অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। বিভিন্ন ব্যাংকের উদ্ভাবিত ডিজিটাল মুদ্রাগুলো কীভাবে নকশা করা হবে তা নিয়ে ব্যাংকগুলোকে সহায়তা করবে ভিসা কর্তৃপক্ষ।


   আরও সংবাদ