ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৯৭ বার
নগর জীবন: রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ছয় মাস বয়সী শিশু সন্তানকে সড়কের পাশে ঘুম পাড়িয়ে পান-সিগারেট বিক্রি করে সংসার চালানো সেই অসহায় সুমি বেগমের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বর্তমান করোনা পরিস্থিতিতে দরিদ্র সুমি বেগম তাঁর ছয় মাস বয়সী শিশু সন্তান তাকবীরকে কখনো নিজের পাশেই একটি চেয়ারে শুইয়ে রেখে আবার কখনো কোলে নিয়েই ছোট্ট পরিসরে পান-সিগারেট বিক্রি করেন। এতে তাঁর যে সামান্য আয় হয়, তা থেকে শিশু সন্তানের দুধের জন্য ৫০০ টাকা খরচ করে নিজে খেয়ে না খেয়ে দিন কাটান। ফলে প্রতিমাসে তাঁর পক্ষে ঘরভাড়া বাবদ চার হাজার টাকা পরিশোধ করা প্রায় অসম্ভব।
গতকাল একটি জাতীয় দৈনিকে এই সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর তা ডিএনসিসি মেয়রের দৃষ্টিগোচরে হয়। এর পর তিনি আজ সোমবার (১২ জুলাই) নিজের পক্ষ থেকে সুমি বেগমের কাছে এক মাসের বাজার হিসেবে ২৫ কেজি চাল, চার কেজি ডাল, ১০ কেজি আলু, এজ কেজি রসুন, পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি লবণ, পাঁচ লিটার তেল, শিশু সন্তানের জন্য এক কেজি সুজি এবং দুটি ল্যাকটোজেন-২ পৌঁছে দেন।
এছাড়া আতিকুল ইসলামের পক্ষ থেকে সুমি বেগমকে তিন মাসের বকেয়া ঘর ভাড়া বাবদ ১২ হাজার টাকা দেওয়া হয়। পাশাপাশি তাঁকে স্থায়ী একটি কাজের ব্যবস্থা করে দেওয়ার আগ পর্যন্ত প্রতিমাসে তাঁর ঘরভাড়া বাবদ চার হাজার টাকা ও সমপরিমাণ বাজার পৌঁছে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসি মেয়র।