ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১১ বার
অর্থনীতি ডেস্ক: পোশাক কারখানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যভুক্ত কারখানায়। এই কারখানাগুলোর মধ্যে অর্ধেক কারখানায় শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ করা হয়েছে। আর বাকিগুলো আগামী ১৫ জুলাইয়ের মধ্যে পরিশোধ করে দেবে। এছাড়া কিছু প্রতিষ্ঠান বেতনের পাশাপাশি আজ থেকে বোনাসও দেবে।
এ বিষয়ে বিজিএমইরএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি বলেন, আমরা ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করব।
সংগঠনটির আরেক সহ-সভাপতি শহিদুল আজীম বলেন, আমরা গত সপ্তাহ থেকে বেতন দিতে শুরু করেছি। এরপর শুক্র, শনিবার এবং রোববার এই তিন দিন ব্যাংক বন্ধ ছিল। এ কারণে বেতন দিতে কিছুটা দেরি হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে বিজিএমইএর সব কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। আর বোনাস মঙ্গলবার থেকে দেওয়া শুরু করা হবে। আগামী ১৮-১৯ জুলাইয়ের মধ্যে সবাইকেই পরিশোধ করা হবে।
এ পর্যন্ত কতটি কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া হয়েছে প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা তালিকা করিনি। তবে ১৫ তারিখের পর থেকে বলতে পারব কত শতাংশ প্রতিষ্ঠানে বেতন-বোনাস দেওয়া হয়েছে।
পোশাক কারখানা মালিকদের আরেক সংগঠন বিকেএমইএর সদস্যভুক্ত মালিকরা বেতনের পাশাপাশি ঈদের বোনাসও দিচ্ছেন। এই সংগঠনের ৯০-৯৫ শতাংশ মালিক ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতনের পাশাপাশি বোনাস পরিশোধ করবে, যাতে শ্রমিকরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন।
এ বিষয়ে বিকেএমইএ’র পরিচালক ফজলে শামীম এহসান বলেন, আমরা জুলাইয়ের ৮ তারিখ থেকে বেতনের পাশাপাশি বোনাসও দেওয়া শুরু করেছি। কিন্তু সাপ্তাহিক ছুটিতে ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় বেতন ও বোনাস দিতে পারিনি। আমরা চেষ্টা করছি ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বেশিরভাগ গার্মেন্টসে এখনও বেতন হয়নি। ফলে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে শঙ্কায় আছি।
তিনি বলেন, কারখানার মালিকরা নিয়মিত শ্রমিকদের বেতন না দেওয়ার কারণে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং আশুলিয়াতে করোনার মধ্যে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে হচ্ছে।
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন স্বপন বলেন, মালিকরা সব সময়ই বলেন শ্রমিকদের বেতন দেবেন কিন্তু বাস্তবতা হলো আমরা বেতন-ভাতা সঠিকভাবে পাই না। এত আশ্বাসের পরও গতবারও শেষ দিকে আন্দোলন করে বেতন বোনাস আদায় করতে হয়েছে। এবারও দ্রুত পরিশোধের কোনো উদ্যোগ দেখছি না।