ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আগষ্টের ১ ও ৪ তারিখ (দুদিন) ব্যাংক বন্ধ থাকবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯১০ বার


আগষ্টের ১ ও ৪ তারিখ (দুদিন) ব্যাংক বন্ধ থাকবে

সরকার ঘোষিত চলমান লকডাউনের মধ্যে করোনা সংক্রমণরে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগষ্টের ১ ও ৪ তারিখ (দুদিন) ব্যাংক বন্ধ থাকবে ।  বাকি তিন দিন ২.৩.৫ (আগস্ট) সকাল ১০টা থেকে বেলা আড়াইটার্ পযন্ত ব্যাংকে লেনদেন চলবে বুধবার এ সংক্রান্ত একটির্ সাকুলার জারি করছনেে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যাবস্থাপক মো.আনোয়ারুল ইসলাম 
র্সাকুলাওে বলা হয়েছে করোনা জনিত রোগ সংক্্রমনের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট  (রোববার)্ও ৪ আগস্ট (বুধবার ) ব্যাংক বন্ধ থাকবে।এছাড়া ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন হবে বেলা আড়াইটা । এ তনদিনি ব্যাংক খোলা রাখা যাবে বিকাল ৪টার্ পযন্ত।
এ তথ্য নিশ্চত করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফারাহ মো. নাছের  ও তিনি বললেন করোনা পরিস্থতিতে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষিধে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রয়েছে তবুও ব্যাংকের মাধ্যমে করোনার র্প্রাদুভাব যাতে নিয়ন্ত্রনে  আনা যায়, সেজন্য বাংলাদশে ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে


   আরও সংবাদ