ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আবারও চীনে কাঁকড়া রপ্তানি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫৩৫ বার


আবারও চীনে কাঁকড়া রপ্তানি

আবারও চীনে কাঁকড়া রপ্তানি শুরু হয়েছে প্রায় নয় মাস বন্ধ থাকার পর চীনের দেয়া বেশকিছু শর্ত পূরণের পরই গত জুন থেকে আবারও নতুন করে এই রপ্তানি শুরু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নিয়াজ উদ্দিনতিনি জানান, নতুন করে পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে চীন। এর মধ্যে চীনে পাঠানো হয়েছে কাঁকড়া কুচিয়ার ৩৪টি চালানতিনি আরও জানান, রপ্তানি করা কাঁকড়া কুচিয়ায় সীসা ক্যাডমিয়াম ধরা পড়ার পর ২০২০ সালের জুনে চীন কিছু শর্ত আরোপ করে। তখন মৎস্য অধিদপ্তরের ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে সার্টিফিকেট ইস্যু করার মাধ্যমে রপ্তানি সচল করা হয়। পরে সেপ্টেম্বরে এক রপ্তানিকারক জাল সার্টিফিকেট দিয়ে ধরা পড়ার পর রপ্তানি আবার বন্ধ হয়। বিএম ট্রেডার্সকে জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছেচীনের সব শর্ত পূরণের পর নতুন করে রপ্তানি শুরু হয়েছে জানিয়ে নিয়াজ উদ্দিন বলেন, আগে চীনের ধরনের টেস্ট রিকোয়ারমেন্ট ছিল না। ফলে কোনো পরীক্ষা-নিরীক্ষার ছাড়াই যে কেউ চায়নায় কাঁকড়া কুচিয়া রপ্তানি করতে পারতেন। তাদের নতুন শর্ত অনুযায়ী এখন ইংরেজি চীনা ভাষায় সার্টিফিকেট দিতে হচ্ছে


   আরও সংবাদ