ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গাড়ির পরিবর্তে ভাতিজার দুই পা’ই এখন তার ভরসা

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫৪৮ বার


গাড়ির পরিবর্তে ভাতিজার দুই পা’ই এখন তার ভরসা

 আজ বুধবার নতুন করে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ভাতিজা জয়নাল আবেদীনের মাথায় করে যাচ্ছেন ডাক্তার দেখাতে। রাস্তার বেহাল দশা হওয়ায় গাড়ির পরিবর্তে ভাতিজার দুই পা’ই এখন তার ভরসা। বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে ফার্মেসীতে নেবুলাইজার দিলে তবেই কিছুটা আরাম লাগে আব্দুল জলিলের।

রাস্তাটি শুধু আব্দুল জলিলের কাছেই নয়, ৪ গ্রামের প্রায় ৯ হাজার মানুষের ঘারের উপর বিষফোঁড়া। ৪ কিলোমিটার ভোগান্তির এ রাস্তাটি কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার সকাল ১০টায় আব্দুল জলিলের শ্বাসকষ্ট বেড়ে গেলে ভাতিজা জয়নাল আবেদীন চাচাকে মাথায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। আগে যে রাস্তাটি দিয়ে হরহামেশাই ৩ চাকার গাড়ি চলতো সেখানে এখন বড় বড় গর্ত হওয়ায় যান চলাচল বন্ধ। পরমতলা পশ্চিমপাড়া হাজী বাড়ি থেকে লক্ষীপুর চরখখোলা হয়ে দারোরা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তাটি ৪ গ্রামের প্রায় ৯ হাজার মানুষের আসা-যাওয়ার পথ। বর্তমানে রাস্তাটির বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত হওয়ায় পায়ে হেঁটে যেতেও দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের।


   আরও সংবাদ