ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অর্ধেক আসনের পরিবর্তে ট্রেনে শতভাগ আসনে যাত্রী পরিবহন

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩৯৩ বার


অর্ধেক আসনের পরিবর্তে ট্রেনে শতভাগ আসনে যাত্রী পরিবহন

 রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, এবার অর্ধেক আসনের পরিবর্তে ট্রেনে শতভাগ আসনে যাত্রী পরিবহন করা হবে। খোলা থাকবে টিকিট কাউন্টার। ট্রেনের মোট টিকিটের অর্ধেক বিক্রি হবে কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। সোমবার সকাল থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে। তবে এখনও বন্ধ থাকবে প্ল্যাটফর্ম ও স্ট্যান্ডিং টিকিট।

 

বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী বলেন, 'ঈদে যেখানে ট্রেন থামানো হয়েছিল সেখান থেকেই আবার চালু করা হচ্ছে। তবে ঢাকা-গাজীপুর ও তুরাগ লোকাল অংশে দুটি ট্রেন বাড়ানো হচ্ছে। আমরা কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম, তাই সমস্যা হবে না। চেষ্টা করছি আগামীকাল সকাল থেকেই কাউন্টারে টিকিট বিক্রি শুরু করতে।'

যেসব আন্তনগর ট্রেন চলাচল করবে- সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি, মহানগর প্রভাতী, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, অগ্নিবীনা এক্সপ্রেস, জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস, পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা/ডয়ান এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রুপসা এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমির এক্সপ্রেস, সাগরদাড়ী এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, টুঙ্গীপাড়া এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।


   আরও সংবাদ