বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৯৯ বার
চালের বাজারের লাগাম টানতে বেসরকারি পর্যায়ে আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ জন্য আবেদন করতে হবে ২৫ আগস্টের মধ্যে।
সোমবার (১৬ আগস্ট) সচিবালয়ে খাদ্যমন্ত্রী জানান, চালের দাম নিয়ে যেসব অসাধু ব্যবসায়ীরা কারসাজি করছে, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় মামলা করা হবে।
ভরা মৌসুমেও লাগামছাড়া চালের বাজার। দাম নিয়ন্ত্রণে এরই মধ্যে বেসরকারি পর্যায়ে আমদানির অনুমতি দেয়া হয়েছে, কমানো হয়েছে আমদানি শুল্ক। তবে এখনও মিলছে না সুফল।
রাষ্ট্রীয় বিপণন সংস্থা-সিবির তথ্য অনুযায়ী খুচরা বাজারে মোটা চালই বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে, যা গত বছরের এই সময়ের চেয়ে ১২ শতাংশ বেশি।
এবার চালের দাম বৃদ্ধির জন্য মজুদদার ও অতি মুনাফালোভী ব্যবসায়ীদের দায়ী করলেন খাদ্যমন্ত্রী। সচিবালয়ে তিনি জানান, বেসরকারি আমদানিকারকরা ২৫ আগস্টের মধ্যে চাল আমদানির আবেদন করতে পারবেন।
স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মজুদদারদের বিরুদ্ধে তদারকি করছে জানিয়ে মন্ত্রী বলেন, মজুদদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে।
দু’তিন সপ্তাহের মধ্যে আমদানিকৃত চাল দেশে পৌঁছালে বাজারে দাম কমবে বলে জানান মন্ত্রী।