ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আজ ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৪৫ বার


আজ ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ

দেশের ব্যাংক ও পুঁজিবাজার আজ বন্ধ থাকবে। ফলে এদিন ব্যাংক ও পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মাষ্টমী উপলক্ষে আজ সোমবার সরকারি ছুটি। 

আগামীকাল মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে আবার স্বাভাবিক লেনদেন হবে ব্যাংক ও পুঁজিবাজারে।

বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।

গত ১১ আগস্ট থেকে বিধিনিষেধ (লকডাউন) শিথিল করা হয়। ফলে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ স্বাভাবিক লেনদেনের সময়সূচিতে ফিরছে ব্যাংক। কর্মীদের পালাক্রমে দায়িত্ব পালনের ব্যবস্থাও উঠে গেছে। খোলা রয়েছে সব শাখা ও অফিস। দীর্ঘ ১৬ মাস পর স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংকিং কার্যক্রম। এর আগে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত স্বাভাবিক নিয়মে ব্যাংক লেনদেন চললেও গতবছরের ২৯ মার্চ থেকে সীমিত আকারে খোলা রাখা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন প্রতিদিন লেনদেন চলছে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা বিকাল ৬টা পর্যন্ত। 


   আরও সংবাদ