বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৯৬৬ বার
প্রোটিন জাতীয় খাবারকে নিরাপদে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রাথমিক ভাবনা থেকে শুরু হয়েছে প্রোটিন মার্কেট এর কার্যক্রম। প্রতিষ্ঠানটি সম্প্রতি নতুন বিনিয়োগ পেয়েছে। নতুন এই বিনিয়োগকারী গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ‘ডাব্লিউপি ডেভলপার’ এবং ‘এআর কম’ এর প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান। বিনিয়োগকারী হিসাবে আরও রয়েছে ডাব্লিউপি ডেভলপার এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান রূপক, ইফলি’র কো-ফাউন্ডার ও সিওও জাহাঙ্গীর আলম এবং অথ ল্যাব এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান।
এম আসিফ রহমান দীর্ঘ দিন দেশের প্রযুক্তি খাতে সফলতার সাথে ব্যবসা করে আসছেন। প্রোটিন মার্কেটে বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, প্রোটিন মার্কেটের ব্যবসায়িক ধারণাটি নতুন। কিন্তু মানুষ এটিকে গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষের জন্য এমন একটি উদ্যোগ খুবই প্রয়োজন। প্রতিষ্ঠানটির গত এক বছরের কার্যক্রম, পরিকল্পনাগুলো আমরা ভালভাবে পর্যবেক্ষণ করেছি। সবকিছু মিলিয়ে আমরা মনে করছি প্রোটিন মার্কেটের সম্ভাবনা দারুণ, ভাল বিনিয়োগ পেলে এটি একটি টেকসই বিজনেস মডেল হিসেবে দাড়াতে পারে।
অন্যান্য বিনিয়োগকারীরা বলেন, বাণিজ্যিক দিক থেকে আমরা বিশ্লেষণ করে দেখেছি প্রোটিন মার্কেট একটি সম্ভাবনাময় উদ্যোগ। বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, জনবল, ইকুইপমেন্ট, প্রযুক্তিগত সহায়তাসহ বেশকিছু খাতে অগ্রগতির লক্ষ্যে বিনিয়োগ প্রয়োজন। আমরা বিশ^াস করি ব্যবসায়িক পরিসরতো বটেই, দেশের গ্রামীণ অর্থনীতি এবং সামাজিক প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে প্রোটিন মার্কেট।
প্রোটিন মার্কেট এর সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম বলেন, দেশে নিরাপদ মাছ মাংস নিয়ে জনমনে নানা রকম সংশয় রয়েছে। রয়েছে স্বাস্থ্যকর পরিবেশে প্রসেসিং না করা নিয়ে অসন্তোষ। আমরা মানুষকে স্বাস্থ্যগত দিক থেকে সচেতন করে তোলার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে কাজ করছি। একই সাথে নিশ্চিত করার চেষ্টা করছি নিরাপদ ও স্বাস্থ্যকর উপায়ে প্রসেসিং, পরিবেশনসহ মানসম্মত প্যাকেজিং ও নিরাপদ ডেলিভারি ব্যবস্থা।
প্রোটিন মার্কেট এর সহ-প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা বলেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও আমাদের কার্যক্রম প্রচালনা করার সুযোগ রয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা সুদূূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসাবে প্রী-সীড রাউন্ডে বিনিয়োগ নিতে আগ্রহী হই এবং এই ক্ষেত্রে আমরা দেশীয় ভিশনারি বিনিয়োগকারীদেরকেই প্রাধান্য দিয়ে এসেছি এবং আমাদের সাথে ইনভেস্টর হিসাবে যুক্ত হয়েছেন কয়েকজন স্বপ্নবাজ তরুণ বিনিয়োগকারী।