বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২১ ১৪:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৯৪ বার
রকেট হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবস্থানে যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়ে হামলা চালানো হয় বলে জানা গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র জানান, রকেট তৈরির স্থান, সুড়ঙ্গ পথ এবং একাধিক অস্ত্র সংরক্ষণের জায়গাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, উভয় পক্ষের নতুন করে সংঘাতে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির
সম্প্রতি ইসরায়েলি হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি বন্দিকে আটকের ঘোষণা আসার পরই গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট ছোড়ে হামাসের সদস্যরা। এ নিয়ে টানা দু'দিন উভয় পক্ষ সংঘাতে জড়াল।
এদিকে গত শুক্রবার দুই পলাতক ধরা পড়ার পর ইসরায়েলে একটি রকেট ছোড়ে গাজার যোদ্ধারা। এরপর শনিবার আরও দু'জন ধরা পড়ার পর আবারও ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছোড়ে তারা। এসব রকেট হামলার জবাবে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।
এর আগে গত জুনে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে টানা ১১ দিনের যুদ্ধে শতাধিক ফিলিস্তিনি নিহত হন। প্রাণ হারায় ইসরায়েলের নাগরিকও।