ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৪২ বার


সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হলো পুঁজিবাজারে লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে পুঁজিবাজারে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে।

সোমবার ডিএসই ও সিএসই সূত্রে জানা যায় এসব তথ্য।

এদিন ১৫ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৭ হাজার ২১৮ পয়েন্টে।  এ ছাড়া ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৬৩৫ পয়েন্ট ও ১৫৭৮ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৮৯ কোম্পানির এবং কমেছে ১৪৩ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ৪৩ কোম্পানির শেয়ারের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ২৯ পয়েন্টে।


   আরও সংবাদ