বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯৯৪ বার
আফগানিস্তানে নবগঠিত অন্তর্বর্তী তালেবান সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। দলটির মুখপাত্র, তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জবিহউল্লাহ মুজাহিদের বক্তব্যের সূত্র ধরে আল জাজিরা জানিয়েছে, প্রত্যক মন্ত্রীর পাশাপাশি একজন করে ডেপুটি রাখা হয়েছে। এতে আগের বার বাদ পড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতাদের অন্তুর্ভূক্ত করা হয়েছে। তবে এবারো মন্ত্রিসভায় রাখা হয়নি কোনো নারী সদস্যকে।
মঙ্গলবার মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা দিয়ে তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী ও দলের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ বলেন, অংশগ্রহণমূলক সরকার গঠনের লক্ষ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের এতে অন্তর্ভূক্ত করা হয়েছে।
তিনি নতুন সরকারের আনুষ্ঠানিক অভিষেক হবে না জানিয়ে বলেন, বিশ্বের অন্যদেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্কের জন্য জাতিসংঘের দায়িত্ব রয়েছে। শিগগিরই বিভিন্ন দেশ আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেবে বলেও আশা করেন তিনি।
জবিহউল্লাহ বলেন, আফগানিস্তানের আটকে থাকা অর্থ ছাড়ের জন্য সকল কূটনৈতিক চ্যানেলে প্রচেষ্টা চলছে। দেশের অর্থনৈতিক দুরাবস্থা প্রসঙ্গে তিনি দাবি করেন, আভ্যন্তরীণ আয় দিয়েও দেশের মৌলিক চাহিদা মেটানো সম্ভব।
তবে নারী বিষয়ক মন্ত্রণালয়ের বিলুপ্তি ও সম্প্রসারিত মন্ত্রিসভায় কোনো নারী সদস্য না রাখা প্রসঙ্গে জবিহউল্লাহ বলেন, নারীদের চাওয়া পূরণে তার সরকার যাবতীয় উদ্যোগ নেবে। শিগগিরই নারী শিক্ষার্থীরাও ক্লাসে ফিরবে এবং শিক্ষাগ্রহণের সুযোগ পাবে।