ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দরিদ্র দেশগুলোকে দিতে আরও ৫০ কোটি টিকা কিনবে যুক্তরাষ্ট্র

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮১০ বার


দরিদ্র দেশগুলোকে দিতে আরও ৫০ কোটি টিকা কিনবে যুক্তরাষ্ট্র

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর কাছে করোনা টিকা দেয়ার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তুলনামূলক দরিদ্র দেশগুলোতে দিতে ফাইজারের কাছ থেকে আরও ৫০ কোটি ডোজ কেনার ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ১১০ কোটি ডোজ টিকা দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। খবর আল জাজিরার।

বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের এক পার্শ্ববৈঠকে বিশ্বনেতাদের সামনে এই ঘোষণা দেন জো বাইডেন। এ সময় যুক্তরাষ্ট্রের টিকা দেয়ার বিষয়টিকে ‘ঐতিহাসিক প্রতিশ্রুতি’ হিসেবে উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য ফাইজারের কাছ থেকে আরও ৫০ কোটি টিকা কিনছে যুক্তরাষ্ট্র। এসব টিকা আগামী বছর এই সময়ের মধ্যে হস্তান্তর হয়ে যাবে।

বিপুল পরিমাণ টিকা দান করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক দুরভিসন্ধি নেই বলেও দাবি করেন বাইডেন। করোনাভাইরাস মহামারি দূর করা এবং ভবিষ্যৎ মহামারিগুলোর জন্য প্রস্তুত থাকার জন্য বৈশ্বিক সহযোগিতা জরুরি মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করেন ডেমোক্রেটিক এই নেতা।

তিনি বলেন, আমরা অর্ধেক ব্যবস্থা বা মাঝামাঝি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এ সংকট সমাধান করতে পারবো না। আমাদের বড় পথে যেতে হবে। আর তার জন্য সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজের নেতা, সমাজসেবী- সবাইকে যার যার কাজটুকু করতে হবে।


   আরও সংবাদ