ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নারী অধিকারকর্মী কমলা ভাসিন মারা গেছেন

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫১২ বার


নারী অধিকারকর্মী কমলা ভাসিন মারা গেছেন

উপমহাদেশে নারী অধিকার আন্দোলনের সুপরিচিত কর্মী, দক্ষিণ এশিয়ায় ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ প্রচারণার অন্যতম মুখ কমলা ভাসিন ৭৫ বছর বয়সে মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল। অবস্থা খারাপ হলে গতকাল শুক্রবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে কমলা মারা যান বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

নারীবাদী এ কবি, লেখক তিন দশক ধরে ভারত ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জেন্ডার, উন্নয়ন, শান্তি ও মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করেছেন।

কমলা নিজের পরিচয় দিতেন ‘প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠা সমাজবিজ্ঞানী’ হিসেবে। নারীবাদ ও নারী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তিনি একাধিক বই লিখেছেন। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ভরে উঠছে একের পর এক শোকবার্তায়। 

কমলা বিশ্বজুড়ে ছাপ ফেলা ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন। নারীর প্রতি সহিংসতা বন্ধে এক দশক আগে এই প্রচারণা শুরু হয়েছিল। ২০০২ সালে কমলা সাঙ্গাত নামের একটি ফেমিনিস্ট নেটওয়ার্ক তৈরি করেন। তিনি জাতিসংঘে কর্মরত থাকলেও পরে নেটওয়ার্কের কাজে বেশি সময় দেওয়ার আগ্রহে চাকরি ছেড়ে দেন। ২০২০ সালে তিনি বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে 'ওয়ান বিলিয়ন রাইজিং'-এর প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ সফর করেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কমলা ভাসিন ১৯৪৬ সালের ২৪ এপ্রিল রাজস্থানে জন্মগ্রহণ করেন৷ তিনি নয়াদিল্লিতে বসবাস করতেন।

কমলা রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। সমাজবিজ্ঞানী, লেখক, অনুবাদক ও দক্ষিণ এশিয়ার নারী আন্দোলন কর্মী হিসেবে সমাদৃত হন।

লিঙ্গ-তত্ত্ব, সমতা, মানবাধিকার ও পুরুষতন্ত্র নিয়ে লেখা কমলার বইগুলো অন্তত ৩০টি ভাষায় অনূদিত হয়েছে। ২০১৭ সালে তিনি ‘লাডলি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে’ ভূষিত হয়েছিলেন।


   আরও সংবাদ