ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১৯২ দিনের মধ্যে ভারতে সর্বনিম্ন অ্যাকটিভ কেস

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২১ ১২:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৯০ বার


১৯২ দিনের মধ্যে ভারতে সর্বনিম্ন অ্যাকটিভ কেস

২০১ দিন পর গতকালই ভারতের দৈনিক সংক্রমণ নেমেছিল ২০ হাজারের নিচে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বড়সড় স্বস্তির খবর হিসাবে উঠে আসে। বুধবার সকালেও সেই স্বস্তি বজায় থাকল। এদিন ফের দৈনিক সংক্রমণ ১৯ হাজারের নিচেই থাকল। সেই সাথে বড়সড় স্বস্তি মিলল অ্যাকটিভ কেসেও। এদিন দেশের অ্যাকটিভ কেস কমেছে প্রায় ১০ হাজার। এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯২ দিনের মধ্যে সর্বনিম্ন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮ হাজার ৮৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কমবেশি গতকালের সমান। এক দিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৭৮ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা বেশি। ভারতে এখনো পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৪৭ হাজার ৭৫১ জন।
 
সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বড়সড় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লাক ৮২ হাজার ৫২০ জন। যা গত ১৯২ দিনের মধ্যে সর্বনিম্ন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ১৭৮ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৮৭ কোটি ৬৬ লাখেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৫৪ লাখের বেশি নাগরিক। গতকাল দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লাখের বেশি।
সূত্র : সংবাদ প্রতিদিন
 


   আরও সংবাদ