বিনোদন ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২১ ১২:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৯১ বার
যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ব্রাজিলে প্রাণঘাতী করোনাভাইরাসে ৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। লাতিন আমেরিকার দেশটিদে শুক্রবার করোনায় মৃত্যু ছয় লাখ ছাড়ায়। রয়টার্স ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য দিয়েছে।
শুক্রবার ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬১৫ জনের মৃত্যুর কথা জানান। এই নিয়ে কোভিডে দেশটির মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৬ লাখ ৪২৫ জনে। আর এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৭৩০ জন। দেশটিতে সর্বশেষ গত ২৮ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৩ হাজার ৬৫৯ জন এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে এই সময়ে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৩৬ জনের।
তবে সম্প্রতি ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ যে কমছে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুরুটা শ্লথ হলেও দেশটিতে এখন টিকাদানেও গতি এসেছে। এরই মধ্যে ব্রাজিলে টিকা পাওয়ার উপযুক্তদের ৭০ শতাংশের বেশি মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে; যুক্তরাষ্ট্রে এ হার ৬৫ শতাংশ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করেছেন, ব্রাজিলে করোনাভাইরাসের গামা বা পি১ ধরন যেভাবে ছড়িয়েছে, তা ডেল্টার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
রিও গ্রান্দে দো সুল রাজ্যে অবস্থিত ফিভেল ইউনিভার্সিটির ভাইরাস বিশেষজ্ঞ ফার্নান্দো স্পিলকি বলেছেন, গামা ধরনের ছড়িয়ে পড়ায় ব্রাজিলের জনসংখ্যার বড় অংশের মধ্যে করোনা মোকাবেলা করার সক্ষমতা তৈরি হয়েছে।