ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গুজবে টালমাটাল শেয়ারবাজার

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২০ অক্টোবর, ২০২১ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৪৯ বার


গুজবে টালমাটাল শেয়ারবাজার

গুজবে ও আতঙ্কে টালমাটাল শেয়ারবাজার। টানা সপ্তম দিনের দরপতনে মঙ্গলবার দুই-তৃতীয়াংশের বেশি শেয়ার দর হারিয়েছে। তবে দর যত হারিয়েছে, আতঙ্ক ছড়িয়েছে তার বহুগুণ। গতকাল লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে বাজারের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট বেড়ে গিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। অথচ লেনদেন শেষ হওয়ার আধা ঘণ্টা আগে উল্টো ৮৯ পয়েন্ট পড়ে যায়। অর্থাৎ দিনের সর্বোচ্চ অবস্থান থেকে পতন হয়েছে ১৭৮ পয়েন্ট। বাজারে পতন দেখে বুঝে না বুঝে অনেকেই শেয়ার বিক্রি করতে থাকেন। যারা শেয়ার কেনার আদেশ দিয়েছিলেন, তারা তুলে নিতে ব্যস্ত হয়ে পড়েন।

গতকাল বাজারে ব্যাপকভাবে গুজব ছড়িয়ে পড়ে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করতে যাচ্ছেন। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোতে এ গুজব অনেকে বিশ্বাস করেন। এ অবস্থায় আরও বড় দরপতন হওয়ার আগে নিজের শেয়ার বিক্রি করে পুঁজি বাঁচাতে মরিয়া ছিলেন অনেক বিনিয়োগকারী।

কী কারণে বিএসইসির চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন- এমন প্রশ্নে গুজবে-আতঙ্কে ভোগা বিনিয়োগকারীদের উত্তর ছিল, গত কয়েক মাস ধরে শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী ধারায় লাগাম টানতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ ব্যাংককে নিবৃত্ত করতে না পেরে বিএসইসির চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। একটি সূত্র জানায়, পরিকল্পিতভাবে একটি চক্র শেয়ার বিক্রি করে বাজার ফেলেছে। তারাই গুজবটি ছড়িয়ে থাকতে পারে।


   আরও সংবাদ