ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আমদানি বন্ধের গুজবে বাড়ছে চালের দাম

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২১ ০৮:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫০৫ বার


আমদানি বন্ধের গুজবে বাড়ছে চালের দাম

দেশে চালের বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে। মিল পর্যায়ে প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম ১০০ টাকা কমলেও পাইকারদের কারসাজিতে বাড়ছে দাম। ভারত চাল রপ্তানি বন্ধ করবে, এজন্য মিল পর্যায়ে চালের দাম বাড়ছে-এমন গুজব ছড়িয়ে পাইকাররা সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি দাম বাড়িয়েছে সর্বোচ্চ ১০০ টাকা। এই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে।

এতে ভোক্তা পর্যায়ে কেজিতে ২-৩ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। ফলে বাজারে অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে চাল কিনতে সব শ্রেণির মানুষের অস্বস্তি বাড়ছে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, সঠিক জবাবদিহির জায়গা নেই, তাই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কঠোরভাবে বাজার তদারকির আওতায় আনতে হবে। দোষীদের শাস্তি নিশ্চিত করে ভোক্তার কষ্ট লাঘব করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য চালের দাম কমাতে ওএমএসের ব্যবস্থা আরও বাড়াতে হবে। এছাড়া সরকারের যেসব সামাজিক কর্মসূচি রয়েছে, সেগুলোর মাধ্যমে পর্যাপ্ত চাল বিতরণ করতে হবে। এটি করা হলে যারা অতি মুনাফা করতে চায়, তাদের পক্ষে চাল ধরে রাখা সম্ভব হবে না। তখন দামও কমবে।

নওগাঁ, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মিল মালিকদের সঙ্গে মঙ্গলবার কথা বলে জানা যায়, চাল আমদানি বৃদ্ধির ফলে সেখানে মাসের ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তাপ্রতি ১০০ টাকা কমেছে। মিনিকেট চাল মিল পর্যায়ে প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকা, যা মাসখানেক আগে ছিল ২ হাজার ৮০০ টাকা। বিআর ২৮ প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ টাকা, যা এক মাস আগে ২ হাজার ৩০০ টাকা ছিল।

তবে রাজধানীর সর্ববৃহৎ পাইকারি আড়ত কারওয়ান বাজারের পাইকারি চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে ওই একই মিনিকেট চাল পাইকারি পর্যায়ে প্রতি বস্তা ২ হাজার ৯০০ টাকা বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ২ হাজার ৮০০ টাকা। বিআর ২৮ প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকা, যা এক সপ্তাহ আগে ২ হাজার ৩০০ টাকা ছিল।

রাজধানীর কাওরান বাজারের পাইকারি বিক্রেতা মো. মোমিন বলেন, মিল পর্যায়ে চালের দাম কমেছিল। কিন্তু এখন তারা বাড়ানোর পাঁয়তারা করছে। কারণ ভারত যে কোনো সময় চাল রপ্তানি বন্ধ করতে পারে। এ কথা বলে মিলাররা চালের দাম আবারও বাড়াতে শুরু করেছে। তাই পাইকারি বাজারে দাম বেড়েছে। তবে মিল পর্যায়ে বস্তায় ১০০ টাকা কমেছে-এমন প্রশ্নের জবাবে তিনি কোনো জবাব দিতে পারেননি।


   আরও সংবাদ