বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২১ ১৪:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৬৮ বার
ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে এক নারীসহ ১১ জনকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা হত্যা করেছে।মঙ্গলবারের ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্সের
এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে ‘নিরস্ত্র বেসামরিকদের’ ওপর হামলাটি চালানো হয়েছে। হামলায় ১১ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বন্দুকধারীরা কয়েকটি গাড়িতে করে গ্রামটিতে এসেছিল, হামলায় তারা আধা-স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছে।
হামলার পর থেকে গ্রামটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
ইরাকে ২০১৭ সালে জঙ্গি গোষ্ঠী আইএস পরাজিত হলেও তাদের অবশিষ্ট সদস্যরা দেশটির বিভিন্ন অংশে গেরিলা কায়দায় হামলা অব্যাহত রেখেছে।