ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসরাইলি করোনার ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে

বিনোদন ডেস্ক


প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২১ ০৮:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৭৩ বার


ইসরাইলি করোনার ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে

করোনার ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইসরাইলি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওরামেড শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে বলে এএফপির প্রতিবেদনে জানা গেছে।

ওরামেড এক বিবৃতিতে জানায়, এর সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ওরভ্যাক্স মেডিকেল মুখে খাওয়ার ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে।

এর আগে দক্ষিণ আফ্রিকা করোনার টিকার বেশ কয়েকটি পরীক্ষামূলক প্রয়োগে অংশ নিয়েছিল। তবে এই প্রথম দেশটি কোনো মুখে খাওয়ার করোনার ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে অংশ নিচ্ছে।

ওরামেডের দাবি, মুখে খাওয়ার করোনার ওষুধের কদর উন্নয়নশীল বিশ্বে বেশি। ধনী দেশগুলোতেও এর চাহিদা বাড়াতে পারে।  

এদিকে, আগামী মাস থেকেই মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেকের তৈরি মুখে খাওয়ার কোভিড ট্যাবলেট মলনুপিরাভ ফিলিপাইনে পৌঁছাবে বলে দেশটির লাইসেন্সপ্রাপ্ত আমদানিকারক এবং পরিবেশকরা জানিয়েছেন। 

করোনা রোগীদের জন্য তিন লাখ ওষুধ আমদানি করছে ফিলিপাইন। মলনুপিরাভের প্রথম ব্যাচই ফিলিপাইন পাচ্ছে বলেও জানা গেছে। 

মলনুপিরাভের ব্যবহারিক প্রয়োগে দারুণ সাফল্যের পর মেরেক দাবি করেছিল মুখে খাওয়ার এই ওষুধ করোনার মৃত্যুর ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনতে পারবে।

মেরেক জানিয়েছিল, তাদের তৈরি মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির কোভিড আক্রান্তদের মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে পরীক্ষামূলক প্রয়োগে দেখেছেন তারা। এছাড়া ওই ওষুধ প্রয়োগের ফলে কোভিড আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার হার কমিয়ে দেওয়ার ব্যাপারেও সাফল্য পেয়েছে মেরেক।

পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পাওয়ার পর ওই ওষুধের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সমাপ্তি ঘোষণা করে মেরেক ও রিজব্যাক।


 


   আরও সংবাদ