ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘নিরাপত্তা শঙ্কায়’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন না এরদোয়ান!

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১ নভেম্বর, ২০২১ ২০:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২০ বার


‘নিরাপত্তা শঙ্কায়’ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন না এরদোয়ান!

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তুরস্কের দাবি পূরণের ব্রিটেন ব্যর্থ জানিয়ে ‘কপ২৬ জলবায়ু সম্মেলনে’ যোগ না দিয়েই দেশে ফিরছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর রয়টার্স ও আনদোলু নিউজের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোমে ‘জি২০ সম্মেলন’ শেষে স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের। হঠাৎ তিনি গ্লাসগো সফর বাতিল করে দেশে ফিরেছেন।

সোমবার (১ নভেম্বর) তুরস্কের দুজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে এরদোয়ানের সফর বাতিল ও দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করে একজন তুর্কি কর্মকর্তা বলেছেন, ‘গ্লাসগোতে বৈঠকে প্রেসিডেন্টের অংশগ্রহণের ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত একটি বিষয় ছিল। তা মানতে ব্যর্থ হওয়ায় সফর বাতিল করা হয়েছে।’


তবে তুর্কি বার্তা সংস্থা আনদোলু নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, প্রোটোকল এবং নিরাপত্তার বিষয়ে তুরস্কের অনুরোধে সাড়া দেয়নি ব্রিটিশ কর্তৃপক্ষ। নিরাপত্তার জন্য গাড়ির সংখ্যা এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কিছু দাবি পুরোপুরি পূরণ না হওয়ায় প্রেসিডেন্ট সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।


   আরও সংবাদ