বিনোদন ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২১ ০৮:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫০০ বার
ইসরাইলের একটি পত্রিকা খবর দিয়েছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে এক লাখের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরাইলের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।
হিব্রু ভাষার ‘ইসরাইল হাইয়ুম’ নামের পত্রিকাটি বলেছে, পরিস্থিতির পরিবর্তন করতে হলে ইসরাইলকে বহু পথ পাড়ি দিতে হবে।খবর প্রেসটিভির।
পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, “মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীতে বিশেষ করে সিরিয়া, ফিলিস্তিন ও ইয়েমেনে প্রতিরোধ অক্ষের বিজয়, আঞ্চলিক রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব ও ভূমিকার প্রেক্ষাপটে ইসরাইল বহুমুখী সামরিক সংঘাতের প্রস্তুতি জোরদার করেছে।
এ নিয়ে ইসরাইলের সরকার মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সামরিক শক্তির অভাব করছে।
২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে পত্রিকাটি বলেছে, অধিকৃত ভূখণ্ড এখন এক লাখের বেশি ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। এর সঙ্গে গাজা থেকে যুক্ত হবে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র।