নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২১ ১৪:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১৬ বার
লালমনির হাট সীমান্তে হত্যা ভারতীয় আগ্রাসনের নগ্ন বহি:প্রকাশ : জাগপা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িহাট সীমান্তে বিএসএফ'র গুলিতে দুই বাংলাদেশীকে নাগরিককে হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারন সম্পাদক এস এম শাহাদাত বলেন, দেশের স্বার্থে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।
শনিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
তারা বলেন, সীমান্তে বিজিবি-বিএসএফ বারবার পতাকা বৈঠক করেও সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না। ভারত ইচ্ছাকৃতভাবেই সীমান্তে মানুষ হত্যা জারি রাখছে। সীমান্তে বাংলাদেশের মানুষ খুন হচ্ছে। অগণিত মানুষ মারা যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ খুন হয় বাংলাদেশ-ভারত সীমান্তে। কিন্তু এখানে আমরা নির্বিকার। রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না।
নেতৃদ্বয় বলেন, একদিকে ভারত আমাদের দেশে প্রতিদিন মাদক পাচার করছে কিন্তু কোনোদিন কোনো মাদক কারবারিকে মারা হয়নি। যা আমাদের অন্য কিছু ভাবায়। ভারতের সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।