ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মাথার দাম ২৫ লাখ, সেই সুখলালের লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২১ ০৭:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৭৩ বার


মাথার দাম ২৫ লাখ, সেই সুখলালের লাশ উদ্ধার

২৫ লাখ রুপি মাথার দাম ঘোষিত এক মাওবাদী নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাজ্যের গাড়চিরোলি জেলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে,উদ্ধারকৃত এই নেতার নাম সুখলাল পরচাকি। 

এর আগে গত শনিবার ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী নিহত হন। 

কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, নিহত ব্যক্তিদের মধ্যে মাওবাদী নেতা মিলিন্দ তেলতুমবদে রয়েছেন। মিলিন্দ মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে বন্দুকযুদ্ধে তার মৃত্যুর কথা এখনো নিশ্চিত করেনি পুলিশ। মিলিন্দ তেলতুমবদের মাথার মূল্য ছিল ৫০ লাখ রূপি।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে এ জেলার দূরত্ব ৯০০ কিলোমিটারের বেশি।

গাড়চিরোলি জেলার পুলিশ সুপার (এসপি) অঙ্কিত গোয়েল জানান, বন্দুকযুদ্ধের পর জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ মাওবাদীর লাশ উদ্ধার করেছেন তারা।

এই পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের সি-৬০ কমান্ডোর তল্লাশি অভিযানের সময়  শনিবার সকালে মারদিনতলা জঙ্গলের কোরচি এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হয়।

বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্য গুরুতর আহত হন। চিকিৎসা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে তাদের নাগপুরে নেওয়া হয়।

মহারাষ্ট্রের গাড়চিরোলি জেলা ভারতের আরেক রাজ্য ছত্তিশগড়ের সীমান্ত লাগোয়া। ছত্তিশগড় মাওবাদী অধ্যুষিত রাজ্য।


   আরও সংবাদ